স্টাফ রিপোর্টার।।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমিল্লায় মতবিনিময় সভা ও পুজার শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।কুমিল্লা-০৬ আসনের আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার মোট ১৩১ টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহারসামগ্রী দেয়া হয়।
সদর দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যুবরাজ ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ০৬ আসনের এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রীকাইল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার দত্ত, আদর্শ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যোগেশ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের সদর দক্ষিণ উপজেলা সভাপতি শঙ্কর পাল, নিহার দত্ত প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, সাম্প্রদায়ীক সম্প্রীতির বাংলাদেশ। এখানে সবাই সবার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে। ধর্মীয় বিবাদের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধের অন্যতম উদ্দেশ্য ছিলো স্বাধীন সার্বভৌমত্ব ও সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এখন কারা ধর্মকে পূজি করে বিভেদ সৃষ্টি করছে তা আপনারা জানেন। আমরা এ বিভেদ সৃষ্টি হতে দিবো না। পূর্বে যেভাবে মিলেমিশে সমাজে আমরা বসবাস করতাম, ঠিক সেভাবেই আমরা সামনের দিনগুলোতে বসবাস করতে চাই। সনাতনী সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে আমরা বদ্ধ পরিকর।
বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন, মনিরুল হক চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি মানুষকে ভালোবাসেন। তিনি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসেন। আমরা সনাতনী শ্রেণীকে এতোটা সম্মান এতদ অঞ্চলে কেউ দেয়নি। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।