মারুফ আহমেদ।।
আস্থা, বিশ্বাস, ভালবাসা আর মানবতার বন্ধন অটুট রেখে ৬ বছর পূর্ণ হল এসএসসি -২০০২ ব্যাচ বাংলাদেশ, শুক্রবার কুমিল্লা সেনানিবাস এলাকায় জিহান রেস্তোরাঁয় কুমিল্লার বন্ধুরা জমকালো আয়োজনে উদযাপন করলেন এই প্রতিষ্ঠা বার্ষিকী।
কুমিল্লা প্রায় অর্ধশতাধিক বন্ধুদের উপস্থিতি গ্রুপের অন্যতম সদস্য আতিকুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজন করেন। আয়োজনে প্রথম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বন্ধুদের একসাথে জাতীয় সংগীত পরিবেশনায় অনুষ্ঠান আনন্দময় হয়ে উঠে। এই সময় গ্রুপের স্বাগতম বক্তব্য প্রদান করে মোঃ নিজাম উদ্দিন খান, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পার্থ চক্রবর্তী, সমাপনী বক্তব্য রাখেন গ্রুপের অন্যতম সদস্য আবু নেছার রাসেল (রাসেল আর্ট)। এই সময় গ্রুপের অন্য অন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলো মাসুদ অপু, কামরুল হাসান মিলন, সাঈদ সানি,
মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম (ফ্রিজ), ডাঃ শাহাদাৎ হোসেন রাজু, আসাদ জামান, ইব্রাহিম, জুবায়ের আহমেদ, পলাশ,
মাসুদ (ইলেকট্রিক), লোকমান মজুমদার, শাহআলম শাওন, জুবায়ের হোসেন,
শাহিনুজ্জামান শাহীন, জালাল,
রিনা ফারুক, সুরাইয়া আক্তার মনি, মারুফ আহমেদ, সাজ্জাদ আকবর, মিজানুর রহমান তামিম, সাইফুল ইসলাম,কামাল পাশা, সিএস পলাশ, তাজুল ইসলাম মুজাহিদ, মামুন,
আলম হুজুর, ওয়াহিদ, আবু সুফিয়ান প্রমুখ। সকল বন্ধুদের উপস্থিতিতে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে বন্ধুদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
উল্লেখ্য, এসএসসি ২০০২ ব্যাচের বন্ধু পরিবারের যাত্রা শুরু -২০১৯ সালে সেপ্টেম্বর মাসে। ২০১৯ সালের গ্রুপের সৃষ্টি পরপরই বন্ধুদের এক সেতু বন্ধের সৃষ্টি করে। ইতিমধ্যে সারা বাংলাদেশের বাংলাদেশে গ্রুপের ৬ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পানল করেছে। ইতিমধ্যে ভার্চুয়াল গ্রুপ টা মানবিক গ্রুপ হিসাবে সুনাম অর্জন করেছেন।।