ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না-কুমিল্লায় সালাউদ্দিন আহমেদ

কামরুল হাসান।।
ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ইসলাম রাজনৈতিক বাক্স নয়। ইসলামের নামে যারা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে মোকাবেলা করতে হবে। শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল ময়দানে দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছে। চেতনা ব্যবসা করে করে হাসিনার মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং ৭১ চেতনা ব্যবসা যেমন চলবে না, ধর্ম নিয়ে ব্যবসা চলবে না, তেমনি জুলাই বিক্রি করে ব্যবসা চলবে না। জনগণ এখন সচেতন। কোন চেতনা ব্যবসায়ীকে স্থান দিবে না।
কারা যেনো জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। কেউকি জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? যারা বিক্রি করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী।

তিনি আরো বলেন, আওমিলীগের ইতিহাস লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস। আওমিলীগের ইতিহাস চুরি আর অর্থ পাচারের ইতিহাস, আওমিলীগের ইতিহাস গনতন্ত্র হত্যার ইতিহাস।
২৪ এর আন্দোলনে ১৪ শ মানুষকে আওয়ামিলীগ হত্যা করেছে। ২০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এতো রক্ত এতো ত্যাগের মধ্য দিয়ে হাসিনার পতনের পর আজ আমরা এখানে আসতে পেরেছি। আমরা যেনো আমাদের রক্তাক্ত ইতিহাস ভুলে না যাই।

বিএনপির ইতিহাস সংস্থারের ইতিহাস। বিএনপির ইতিহাস রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ধারনাকে ধারণ করার ইতিহাস। বিএনপির ইতিহাস এদেশে সংস্কারের মধ্য দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেয়ার ইতিহাস। সুতরাং আজকে যারা সংস্থারের কথা বলে, তারা জানেনা বর্তমানে সংস্কারের জনক তারেক রহমান। তারেক রহমান ঘোষিত ৩১ দফাই এদেশের প্রকৃত সংস্কার। আমরা ৩১ দফা সিলগালা করে দি নাই। কেউ যদি আরো যৌক্তিক কোন সংস্থার আনে তাও যুক্ত করা হবে। সংস্থার শেষ হয় না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
কেই বলেছে বিচার, সংস্থার না হলে নির্বাচন হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গনতান্ত্রিক সরকার আসবে আমার বিশ্বাস।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় সকল অপপ্রচারের জবাব আপনাদের দিতে হবে। প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি শ্রেণী অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকতে হবে, সত্যটুকু তুলে ধরতে হবে।

আমরা বিচার চাই, যারা গণহত্যা করেছে গুম খুন করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু বিচার একটি ধীর প্রকৃয়া। ট্রাইব্যুনাল বৃদ্ধি করতে হবে। সংস্থার, বিচার প্রক্রিয়ার এবং নির্বাচন একসাথেই চলতে পারে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিনুর রশিদ ইয়াসিন,
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, জেলা বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।