স্পোর্টিং ক্লাবের সদস্যদের নিয়েই এনসিপির কমিটি

সাকলাইন এগ্রো ফার্ম অ্যান্ড স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা আদর্শ সদর উপজেলার সমন্বয় কমিটি গঠিত হওয়ার অভিযোগ উঠেছে। সাকলাইন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী সাকলাইন আহম্মেদও যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকেও অনেকে পদ পাননি এই কমিটিতে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

গত ৪ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরকৃত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

স্পোর্টিং ক্লাবের সদস্যদের মধ্যে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মাহি ভুঁইয়া। এছাড়াও রিয়াদ হোসেন, আল আমিন হোসেন রকি, মশিউর রহমান মাহিন, রনি হোসেন, ফরহাদ হোসেন এবং মাসুদ রানা সদস্য হিসেবে এনসিপির এই কমিটিতে রয়েছেন।

এই কমিটির জন্য নাম সংগ্রহ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতাকর্মী। কিন্তু সাকলাইন ও তার সহযোগীরা দাপট দেখিয়ে নিজেদের পছন্দের সদস্যদের নাম সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন অনেকে।

সাকলাইন ও মাহি দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: হুমায়ুন কবির ভূঁইয়ার ভাতিজা। দূর্গাপুরে তাদের অনেক প্রভাব-প্রতিপত্তি রয়েছে। বিভিন্ন সময়ে তারা এলাকায় মারধরসহ নানা ধরনের অরাজকতা করেছেন বলে অভিযোগ রয়েছে৷ এসব অভিযোগের বিষয়ে জানতে অন্তত ২০ জন গ্রামবাসীর সাথে কথা হয় এই প্রতিবেদকের কিন্তু তাদেরকে নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছে গ্রামের মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সাকলাইন ভাই আন্দোলনের সময় ছিল না। আমরা চেয়েছিলাম আমরা যাব এই কমিটিতে কিন্তু দাপট দেখিয়ে সাকলাইন নিয়ে গেছে। ওনার পছন্দমতো উনার ক্লাবের সবাইকে নিয়ে নিছে কমিটিতে। ওনারা এই এলাকায় অনেক প্রভাবশালী তাই ভয়ে কেউ তখন কিছু বলেনি। এখন এই এনসিপির নাম ব্যবহার করে এলাকায় বিভিন্ন ধরনের অরাজকতা করতেছে।

আরেক শিক্ষার্থী বলেন, আন্দোলনে সক্রিয় ছিলাম আমরা উনারা কোথা থেকে এসে কমিটি পেয়ে গেলেন। আন্দোলন না করেও তাহলে এনসিপির কমিটি পাওয়া যায়।

এনসিপির এই কমিটিতে নাম দেওয়ার জন্য গ্রামের অনেক মানুষকে অনুরোধ করেন প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান, সাকলাইন ও তাদের সহযোগীরা। এমনটা অভিযোগ করেছেন গ্রামের অনেকে। কিন্তু কেউই তা নিতে আগ্রহ প্রকাশ করেনি।

কামরুজ্জামান একটি দোকানে আড্ডা দেন। সেই দোকানদারকেও এনসিপির একটি পদ দিতে চান। কিন্তু সেই দোকানদার সেটা নিতে অস্বীকৃতী জানান। এমনটা জানিয়েছেন ওই দোকানদার।

মো: বিল্লাল বলেন, আমাকে বলেছিলো এনসিপিতে একটা পদ নিতে আমি নেইনি।

রায়হান বলেন, এই কমিটিতে আমার কয়েকজন বন্ধু আছে। আমাকে বারবার ওরা অনুরোধ করেছে পদ নিতে এনসিপিতে। আমি নেইনি।

এনসিপির এই পদ পাওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করেছেন কামরুজ্জামান, সাকলাইন, মাহি, জামালসহ বেশ কয়েকজন। এমন অভিযোগ করেছেন অনেকে। কিন্তু ওরা অনেক প্রভাবশালী ও উশৃঙ্খল হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

নাম প্রকাশ না করার শর্তে সাকলাইনের এক প্রতিবেশী বলেন, ওরা সব সরকারের আমলেই সুবিধাবাদী। ওদের পরিবারের কেউ আওয়ামী কেউবা আবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। এখন মাহি আর সাকলাইন এনসিপিতে যোগ দিয়েছে৷ যে কারণে তারা সব সময় দাপট দেখিয়ে যেতে পারে।

গত জুলাইয়ে পাওনা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এরশাদ মিয়ার বাড়ি ও টিভি, ফ্রিজ ভাংচুর করে পাওনাদার। এরশাদ মিয়ার শ্যালক ১ লাখ টাকা নিয়েছিলেন এই পাওনাদার থেকে। এই ভাংচুরের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন মাহি ভূঁইয়া।
একালাবাসীরা জানান, যখন ভাংচুর করা হয় মাহি ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। পরে এই ঘটনা স্থানীয়রা নিষ্পত্তি করেন।

তবে অভিযোগের বিষয়ে মাহি ভূঁইয়া বলেন, এমন ঘটনা ঘটেছে কিনা আমি সেটা অবগত নই। আমি সেখানে ছিলাম না। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণসহ আমার সাথে বসুক।

এছাড়াও সাকলাইনের এগ্রো ফার্মে প্রতিনিয়ত মাদক ও জুয়ার আসর বসে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, সাকলাইন এলাকার ছেলেদের টুর্নামেন্টের সময় ক্রীড়া সামগ্রী দিয়ে থাকেন। তিনি নিজেও দূর্গাপুর প্রিমিয়ার লিগ নামে একটি টুর্নামেন্ট পরিচালনা করেন। যে কারণে তিনি এলাকার যুবকদের শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন। এসবের আড়ালে তিনি মাদক ও ক্যাসিনোতে ঠেলে দেন যুবকদের।

এসব অভিযোগের বিষয়ে সাকলাইনের সাথে এনসিপির প্যাডে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে বলেন আমি সাকলাইন না। এনসিপির প্যাডে এই নাম্বার দেওয়া ছিল বলার পর তিনি বলেন, আপনি যাকে খুঁজছেন আমি সে না।

এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ বলেন, আমরা নিবন্ধনের জন্য তড়িঘড়ি করে কমিটি দিয়েছি। যার কারণে যাচাই-বাছাইয়ের সুযোগ ছিল না। আমরা এই বিষয়গুলো অবগত নই। যদি এসব বিষয়ে অভিযোগ পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এনসিপিতে এসবের সুযোগ নেই।