চৌদ্দগ্রাম প্রতিনিধি,
কুমিল্লার চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর সুপারলীগ ২০২৫-২৬ ফ্রিজ ও টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাতে কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবির, কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসাইন, রামচন্দ্রপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আশিকুর রহমান সোহেল, সহ-সভাপতি পেয়ার আহমেদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারী মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাস্টার
আবদুল হাই, যুব বিভাগের সভাপতি জাকারিয়া আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচার সম্পাদক অহিদুর রহমান।
হাজী একেএম শহিদুল আলমের সভাপতিত্বে ও কাশিনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহিরুল আলম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর জাকির হোসেনসহ রামচন্দ্রপুর যুব সমাজের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে খেলার কোন বিকল্প নেই। কারণ, খেলার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম থাকবে না।
বক্তব্য শেষে ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন খেলোয়াড়, অতিথি ও উপস্থিত সকলে। এরআগে দিনে সুপার স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় রয়েল টাইগার।