নাঙ্গলকোটে জোড়া খুনের বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

শরীফ আহমেদ, নাঙ্গলকোট

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য ছালেহ আহাম্মদ ও দেলোয়ার হোসেন নয়নের হত্যাকারীদের বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে বৃহস্পতিবার দুপুরে বক্সগন্জ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন,নিহত ছালেহ আহাম্মদ মেম্বার এর ছেলে মামুন,মোঃ ইলিয়াছ,জিয়াউর রহমান,মাহবুবুল হক,দেলোয়ার হোসেন নয়নের ছেলে ফয়সাল আহমেদ জয়।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারী( শুক্রবার) গোষ্ঠিগত দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলি ও হাত পায়ের রগ কেটে দু‘জনকে হত্যা করে এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়।
নিহতরা হলেন, আলীয়ারা গ্রামের মৃত. হাজী সালামত উল্লাহর ছেলে ছালেহ আহাম্মদ মেম্বার (৬৭) ও আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন নয়ন (৪০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এলাকাবাসী জানায়, গত দীর্ঘদিন ধরে আলা উদ্দিন মেম্বার ও ছালেহ আহাম্মদ মেম্বার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে প্রতিপক্ষের আলা উদ্দিন মেম্বার গত বছরের ৩ আগস্ট খুন হন। এঘটনার জেরে প্রায় ৬০-৭০ পরিবারের শতশত লোকজন গ্রাম ছাড়া ছিলেন। দীর্ঘ ৫ মাস পর গত ৯ জানুয়ারী ছালেহ আহাম্মদ মেম্বার গৌষ্ঠির কিছু লোকজন বাড়ীতে ফিরে। এরপর থেকে মৃত আলা উদ্দিন মেম্বারের লোকজন তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। একপর্যায়ে গ্রামের রাস্তার উঠতে নিষেধ করে আলা উদ্দিন মেম্বারের লোকজন। এরপর ছালেহ আহম্মদ এর লোকজন শুক্রবার রাস্তার দিকে গেলে আগ থেকে ক্ষিপ্ত থাকা আলা উদ্দিন মেম্বারের প্রায় ৩শ লোক আগ্নেয়াস্ত্র বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কমপক্ষে ৮ বাড়ী ঘর ভাংচুর করে ও ছালেহ আহম্মদ মেম্বারের হাত ও পায়ের রগ কেটে গুলি করে এবং নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। এরপর আতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু‘জনকে মৃত ঘোষনা করেন। এছাড়াও আরো ৭ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায় ।