কুমিল্লা মডার্ণ হাই স্কুলে বিতর্ক উৎসবের পুরুষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মডার্ণ হাই স্কুলের ’বিতর্ক ক্লাবের’ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিদ্যালয়ের অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাতী শাখা পরিচালক নীলিমা আক্তার, সহকারী শিক্ষক রীনা রানী সাহা, কুমিল্লা মডার্ণ হাই স্কুলের সহকারি শিক্ষক ও বিতর্ক ক্লাবের উপদেষ্ঠা সাফিয়া বেগম শেলি, , রীনা রানী দাস ও মো: ফয়সাল আহম্মেদ সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।

প্রফেসর মো. আবদুল মজিদ বলেন, বিতর্ক এমন একটি বুদ্ধিবৃত্তিক চর্চা, যা একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, যুক্তিবোধ, ভাষার দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। একটি সভ্য, গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ গঠনে বিতর্কচর্চার ভূমিকা অপরিসীম।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, বিতর্ক মানে শুধু জয়-পরাজয় নয়। বিতর্ক মানে ভিন্নমতকে সম্মান করা, যুক্তির মাধ্যমে সত্য অনুসন্ধান করা এবং শালীনভাবে নিজের মত প্রকাশ করা। যারা আজ বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, তারাই আগামী দিনে সমাজের দায়িত্বশীল নাগরিক, শিক্ষক, সাংবাদিক কিংবা দক্ষ প্রশাসক হিসেবে দেশকে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানের সভাপতি নূসরাত জাহান বলেন, বিতর্ক তর্কে নয় যুক্তিতে বিজয়ী হতে সহায়তা করে। এ জন্য তোমরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিতর্ক, সাহিত্যচর্চা করবে।

এসময়অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ণ হাই স্কুলের বিতর্ক ক্লাবের সাবেক সভাপতি বশিরা বুশরা, মো: তামিম মুনতাসির, বর্তমান সভাপতি অরিত্রি সাহা।
সনাতনী বিতর্কে অংশ গ্রহণ করে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ,এথনিকা স্কুল এন্ড কলেজ, কুমিল্লা মডার্ন হাই স্কুলের বিতর্ক ক্লাব।
এতে চ্যাম্পিয়ান হয় ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক দল ও রানারআপ হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল বিতর্ক ক্লাব। এছাড়া ও অনুষ্ঠিত হয়েছে বারোয়ারী বিতর্ক, রবোস্কিউব, কুইজ প্রতিযোগিতা এবং মনোমুগ্ধকর রম্য বিতর্কতে অংশ গ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতর্ক পরিষদ।
উদ্বোধনী পর্বে অনুষ্ঠানকে প্রানবন্ত করেন নৃত্য শিল্পী নীলাদ্রি ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের সঙ্গীত টিমের সদস্যরা।