বুড়িচংয়ে বৈশাখী মেলায় যুবদল নেতার নেতৃত্বে জুয়ার আসর

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈশাখী মেলার নামে চলছে জুয়ার আসর। সোমবার (২১ এপ্রিল) উপজেলার ৩ স্থানে বৈশাখী মেলার নামে জমজমাট জুয়ার আসরের খবর পাওয়া গেছে।
এসব অধিকাংশ মেলায় জুয়ার আসরের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিএনপি’র লোকজন।
জানা যায়, সোমবার সকাল থেকেই বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর কর্মকারপাড়া মন্দিরকে ঘিরে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এ মেলা উপলক্ষে সকাল ১১ টা থেকে মন্দিরের আশপাশ এলাকায় জুয়ার আসর জমে ওঠে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, আবুল হোসেন, রবিউল এর মদদে এসব জুয়ার আসর বসেছে। এদিকে সন্ধ্যা ৭ টায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এছাড়া উপজেলার সবচেয়ে বড় বৈশাখী মেলা আয়োজন হয় ময়নামতি রানীর বাংলোতে। এই মেলাতে ঘিরে সোমবার সকাল থেকে অন্তত ১০০টি জুয়ার বোর্ড বসতে দেখা গেছে। এতে কয়েক হাজার বিভিন্ন বয়সের লোকজন প্রকাশ্যে জুয়া খেলছে। এদিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকাতেও বৈশাখী মেলায় জমজমাট জুয়ার আসর বসেছে। কিছু স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিলেও পুলিশ চলে যাওয়ার পর আবারো জুয়ার আসর বসে যাচ্ছে।
সরজমিনে দেখা গেছে, মেলার মাঠের পাশে বিভিন্ন ধরনের স্টল এর আয়োজন করা হলেও পাশের অংশ ও পুকুর পাড়জুড়ে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে জুয়ার আসর। শুধু জমজমাট জুয়ার আসর টিকিয়ে রাখতে গভীর রাত পর্যন্ত চলে জুয়ার রমরমা বাণিজ্য। জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে এ জুয়ার আসরে। প্রতিটি জুয়ার বোর্ডে হাজার হাজার টাকার জুয়াখেলা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আব্দুস সালাম জানান, তিনি জুয়ার বোর্ডের সাথে জড়িত নন, দীর্ঘ পাঁচ বছর কর্মকারপাড়ায় মেলা বন্ধ থাকার পর মেলাটি পুনরায় চালু করার জন্য সনাতন ধর্মালম্বীরা তাকে অনুরোধ করেছে, তাই তিনি মেলাটি চালু করতে সহযোগিতা করেছেন মাত্র।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে, এ পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, বৈশাখী মেলায় জুয়ার আসর খবরে পুলিশ এবং বিজিবি পাঠানো হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।