ব্রাহ্মণপাড়ায় করোনা প্রতিরোধে ভিডিও কনফারেন্স

মো.জাকির হোসেন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কোভিড-১৯ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে উপজেলার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে বুধবার উপজেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।
এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মবিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী ও ইউনিয়ন পরিষদের সচিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন । এ সময় করোনা প্রতিরোধে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।