নিজস্ব প্রতিবেদক :
জুলাই বিপ্লবে শহীদ মাসুমের বাবা মো. শাহের আলীকে সঙ্গে নিয়ে কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মহানগর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, মহানগর শিবির সভাপতি মো. হাসান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূরউদ্দিন, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদুল্লাহ, অধ্যক্ষ মাওলানা রাসেদুল হক, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, মানবিক ড্রাইভার মহিউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কুমিল্লা–৬ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বঞ্চনার শিকার হয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। শহীদের বাবাকে সঙ্গে নিয়ে আমরা জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম শুরু করেছি। দুর্নীতিকে লালকার্ড দেখাতে চাই।
তিনি বলেন, জনগণের সমর্থন পেলে কুমিল্লা–৬ আসনকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক আসনে রূপান্তর করা হবে।