অসহায়দের পাশে জীবন শৈলী প্রবাসী ফোরাম

স্টাফ রিপোর্টার।।
করোনা ভাইরাসের পাশাপাশি আসন্ন রমজানকে কেন্দ্র করে দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জীবন শৈলী প্রবাসী ফোরাম। চলতি সঙ্কটে বরুড়া উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে বরুড়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে নিন্ম আয়ের অসহায় মানুষের ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। এছাড়া, করোনাভাইরাস প্রতিরোধে বরুড়া পৌরসভাসহ ১৫টি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে জীবনুনাশকও স্প্রে করেছে জীবন শৈলী প্রবাসী ফোরাম সংগঠনের সদস্যরা।
জীবন শৈলী প্রবাসী ফোরামের সভাপতি হাজী ফয়সাল আহমেদ জানান, বিশ^ব্যাপী চলমান এ সঙ্কটে কেউ ভালো নেই। করোনার প্রভাবে দেশ-বিদেশে অনেকটা অবরুদ্ধ সবাই। লকডাউনের কারনে প্রবাসে থাকা অনেকেই কর্মহীন হয়ে পরেছে, তবুও দেশের মানুষের কথা ভেবে দাড়িয়েছেন এলাকার অসহায় মানুষের পাশে। তিনি আরও জাানান, এ কাজে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক বাহার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, কার্যকরী সদস্য কাজী ইব্রাহীম, গাজী মোস্তফা, শামীম রানা, জোবায়ের, সুজন, আলী হোসেন অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রবাসীদের জন্য সবার কাছে দোয়া চেয়ে আগামী দিনেও এলাকার মানুষের জন্য এমন সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
দেশে থাকা জীবন শৈলী সংগঠন এর প্রতিষ্ঠাতা ইব্রাহীম খলিল, সভাপতি ডাঃ কাজী শিহাব উদ্দিন পিয়াল, সাধারণ সম্পাদক ডাঃ কবির হোসেন, সহ-সভাপতি মোঃ হানিফ, সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন সহ আরো অনেকে এ কার্যক্রমে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।