চান্দিনায় ইউএনও কার্যালয়ে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা।।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হেড প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এর নিকট এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেন উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর মেডিকেল সেন্টার ও হাসপাতাল এর চেয়ারম্যান ডা. খলিলুর রহমান পলাশ। ৫০টি হ্যান্ড স্যানিটাইজার, ৫০টি মাস্ক, ৫০ জোড়া হ্যান্ড গ্লাভস, ৫০টি হেড ও ১টি পিপিই প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
লক্ষ্মীপুর মেডিকেল সেন্টার ও হাসপাতাল এর চেয়ারম্যান ডা. খলিলুর রহমান পলাশ জানান, জোয়াগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসাধারণের মাঝে তিনি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন। এসব বিতরন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।