আতঙ্কের জনপদ লাকসামের রামারবাগ

স্টাফ রিপোর্টার।।
রামারবাগ। লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের একটি গ্রাম। কয়েক হাজার মানুষের বসবাস এ গ্রামে। সাম্প্রতিক সময়ে পরপর ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে উপজেলা জুড়ে আলোচনার শীর্ষে ‘রামারবাগ’। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি মেম্বার আনোয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মদ রাশেদের প্রকাশ্য দ্বন্দ্বে আতংকের জনপদে পরিণত হয়েছে রামারবাগ গ্রাম। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে তাদের দুজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন রামারবাগের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রামারবাগ, মামিশ্বর ও ষোলদোনা গ্রাম নিয়ে গঠিত উত্তরদা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড। বাকি দুই গ্রামের চেয়ে জনসংখ্যা ও আয়তনের দিক থেকে বড় রামারবাগ। স্বাধীনতা পরবর্তীকালের প্রত্যেকটি নির্বাচনে এ গ্রাম থেকেই ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়ে আসছে। সাবেক ইউপি মেম্বার আব্দুর রব, আরশাদ মিয়া, অলিউল্লাহ, মাস্টার লোকমান হোসেন, সফিউল্লাহ ও কাজী সাইদুল হকের ধারবাহিকতায় বর্তমান ইউপি মেম্বার আনোয়ার হোসেনও রামারবাগ গ্রামের বাসিন্দা। রামারবাগ একসময় বিএনপি অধ্যুষিত থাকলেও বর্তমানে সেখানে বিএনপির রাজনীতি নিষ্ক্রিয়। এ গ্রামের বিএনপির অনেক নেতাকর্মীরাই রাজনীতি ছেড়ে ব্যবসামুখী হয়েছেন। বিএনপি সমর্থিত ব্যক্তিরা মেম্বার থাকাকালে কয়েকদিন পরপরই রামারবাগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটতো। এক পক্ষ অপর পক্ষের বাড়িঘর ভাঙচুর করতো। বর্তমানে বিএনপির রাজনীতি নিষ্ক্রিয় হওয়ায় রামারবাগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই একে অপরের প্রতিপক্ষে রূপান্তরিত হয়েছে।

বছর খানেক ধরে রামারবাগ গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি মেম্বার আনোয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মদ রাশেদের মাঝে প্রকাশ্য দ্বন্দ্ব চলছে। দুজনের সমর্থকদের মাঝে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় মসজিদে গণজমায়েতকে কেন্দ্র করে রামারবাগ গ্রামের ছেলামত উল্লাহর ছেলে মাহফুজুল হকের সাথে ছাত্রলীগ নেতা রাসেল আহম্মদ রাশেদ ও তার সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে ১১ জন গুরুতর আহত হয়। গত ২৮ মে রামারবাগ গ্রামের গোলাম রাব্বানীর চা দোকানে ডিস জসিমের সাথে দোকানী রাব্বানীর চায়ের টাকা নিয়ে বাকবিত-ার পর ঘটনাটি গ্রুপিং-এ রূপ নেয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা রাশেদ ও ইউপি মেম্বার আনোয়ার হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন গুরুতর আহত হয়।
ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডে রামারবাগ গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের সাধারণ বাসিন্দারা। তারা স্থায়ী ভাবে এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে শুক্রবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা রাসেল আহম্মদ রাশেদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘এ ধরণের ঘটনা আমি কখনোই প্রত্যাশা করি না। ইতোমধ্যে আমি একাধিকবার উভয় পক্ষকে সামাজিক ভাবে মীমাংসা করে দেয়ার চেষ্টা করেছি। তারা কোনো পক্ষই মানতে রাজি নন। শৃঙ্খলা বজায় রাখতে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তাদের অগোচরে রামারবাগ গ্রামে তিনজন নৈশপ্রহরীও নিযুক্ত করেছি। এতেও তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে আমার ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে।’
লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা বলেন, ‘রামারবাগ গ্রামের সংঘর্ষের খবর শুনে তাৎক্ষণিক মাননীয় স্থানীয় সরকারমন্ত্রীর নির্দেশে লাকসাম থানার ওসিসহ আমি ঘটনাস্থলে গিয়েছি। সাংঘর্ষিক মনোভাব পরিহার করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রামারবাগ গ্রামের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে কঠোর ভাবে নির্দেশনা দিয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোমধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মদ রাশেদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ব্যক্তিগত আক্রোশ মিটাতে গিয়ে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে মাননীয় মন্ত্রীর নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ‘সর্বশেষ দু’টি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’