চৌদ্দগ্রামে ইউপি সচিব,বুড়িচংয়ে পুলিশ সদস্যসহ কুমিল্লায় আক্রান্ত ৩৪জন

স্টাফ রিপোর্টার।।
চৌদ্দগ্রামে ইউপি সচিব,বুড়িচংয়ে পুলিশ সদস্যসহ শনিবার নতুন করে কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে আটশ’ ছাড়ালো। করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন ডা.মো. শাহাদাত হোসেন এ কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার আক্রান্ত ৩৪ জনের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীতে সাতজন,চৌদ্দগ্রামে ১৫জন,আদর্শ সদরে তিন,লাকসামে একজন,দেবিদ্বারে একজন,বুড়িচংয়ে দুইজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট আট হাজার ৭২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত হাজার ৭৯১ জনের রিপোর্ট আসে। মোট ৮৫৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। শনিবার নগরীতে দুইজন ও মুরাদনগরে একজনসহ মোট কুমিল্লা জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৪ জন। মোট মারা গেছে ২৪ জন।