তিতাস প্রতিনিধি:
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে দাউদকান্দি ও তিতাস উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে এক আনন্দ র্যালী বের হয়।
আনন্দ র্যালীতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া।
র্যালীটি দাউদকান্দির টোলপ্লাজা থেকে শুরু হয়ে গৌরীপুর বাজার এবং তিতাসের কড়িকান্দি বাজারসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য মুন্সি হারুনুর রশিদ, দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোকন উদ্দিন প্রধান, তিতাস উপজেলা যুবসংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির মুন্সি, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন ইমন, জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদসহ দাউদকান্দি-তিতাস উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।