সদর দক্ষিণ প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বেলতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ, প্রাক্তন ও অধ্যায়রত শিক্ষার্থীদের আয়োজনে ২৯ নভেম্বর বুধবার বিদ্যালয় মাঠে প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, সহকারী শিক্ষক সুনীল চন্দ্র মজুমদার, মোঃ শহিদুল ইসলাম খান, জুনিয়র শিক্ষক প্রয়াত রাইমোহন দেবনাথ, করণিক মরহুম দেলোয়ার হোসেন, দপ্তরী আব্দুল কুদ্দুস ও নৈশপ্রহরী মোঃ আহাম আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বেলতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা মজুমদার বিউটি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, সহকারী শিক্ষক সুনীল চন্দ্র মজুমদার, মোঃ শহিদুল ইসলাম খান, প্রাক্তন শিক্ষক আব্দুল মতিন, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা মজুমদার বিউটি, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আলী আক্কাস মজুমদার, শাহাজান মজুমদার, আবুল বাশার, প্রাক্তন শিক্ষার্থী মোঃ মিজানুর রহমান, মোঃ মনির মৈশান।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, সফিউল্লাহ ও সানজিদা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ইসমাইল হোসেন।
অনুষ্ঠানের শেষে মৃত্যু বরণকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।