সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্ধার।।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ আর নেই। (ইন্না-লিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ১ম জানাজা আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদে(লেডিস ক্লাবের পাশে) অনুষ্ঠিত হবে।
২য় জানাজা অনুষ্ঠিত হবে নিজ এলাকা দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর সিরাজুল হক কলেজ মাঠে বেলা ৩টায়। পরে মোহাম্মদপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ অক্টোবর মাসে করোনায় আক্রান্ত হলে প্রথমে বারডেম হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সর্বশেষ পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও মৃত্যু তার পিছু ছাড়েনি। আত্মীয় স্বজন ও ডাক্তারদের সকল চেস্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতে তিনি চলে গেলেন না ফেরার দেশে।