ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে তৎপর হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার।।
দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ব্যস্ত এই মহাসড়কের কুমিল্লা অংশে যোগাযোগ ব্যবস্থা স্বস্তিদায়ক করতে তৎপর রয়েছে ময়নামতি হাইওয়ে পুলিশ। কোরবানির পশুবাহী ট্রাকগুলো যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য দিন-রাত কাজ করছে তারা। পাশাপাশি খোলা ট্রাক বা পন্যবাহী যানবাহনগুলো যেন কোন যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য তল্লাশী করতে দেখা গেছে।

মঙ্গলবার দুপুরে মহাসড়কের পদুয়ার বাজার, কোটবাড়ি, বেলতলী বিশ্বরোড এলাকায় হাইওয়ে পুলিশকে বিশেষ টহলরত অবস্থায় দেখা যায়।


ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. সাফায়েত হোসেন জানান,কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম স্যারের নির্দেশে ঈদ কে কেন্দ্র করে মহাসড়কে আমরা বিশেষ ভাবে তৎপর রয়েছি। গরুবাহী ট্রাক কিংবা যাত্রীবাহি পরিবহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য দিন-রাত কাজ করছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি ঈদ কে ঘিরে চাঁদাবাজি কিংবা ছিনতাই রোধে সার্বিক নিরাপত্তায় হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছেন তিনি।