ডিজিটাল ডেস্ক :
বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা। ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্তের পর, দীর্ঘ ৩৫ বছরে এবারই এক বছরে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের প্রায় অর্ধেকই পুরুষ সমকামী এবং সংক্রমণের দিক দিয়ে শীর্ষে রয়েছে ঢাকা জেলা। আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র।
স্বাস্থ্য অধিদপ্তরের টিবিএল অ্যান্ড এএসপি কর্মসূচির তথ্য অনুযায়ী, গত এক বছরে (নভেম্বর ২০২৩-অক্টোবর ২০২৪) দেশে নতুন করে প্রায় ২ হাজার মানুষের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি। আগের বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৪৩৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২০০ জনের, যা গত বছরের (১৯৫ জন) চেয়ে বেশি। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৬৩ জন এবং মৃতের সংখ্যা ২ হাজার ২৮১ জন।
নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে পুরুষ সমকামীদের সংখ্যা উদ্বেগজনক। মোট শনাক্তের প্রায় ৫০ শতাংশই এই জনগোষ্ঠীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০১৫ সালে দেশে পুরুষ সমকামীর সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজারে। বিশেষজ্ঞদের মতে, সমকামী পুরুষরা সমাজের ‘নীরব ঘাতক’ হিসেবে কাজ করছেন এবং তাদের ঝুঁকিপূর্ণ আচরণের কারণে সাধারণ মানুষের মধ্যেও রোগটি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর সবচেয়ে বেশি ৩৩৪ জন এইডস রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। এরপর কুমিল্লায় ১০৮ জন এবং চট্টগ্রাম ও খুলনায় প্রায় ১০০ জন করে রোগী পাওয়া গেছে।
অন্যদিকে, ঢাকার বাইরে সিরাজগঞ্জ ও বরিশালেও পরিস্থিতি অবনতির দিকে। সিরাজগঞ্জে গত ৫ বছরে ২৫৫ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন ২৬ জন। বরিশালে গত এক বছরে ২০ জন পজিটিভ রোগীর সন্ধান মিলেছে, যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী। চিকিৎসকরা মাদক গ্রহণ (একই সিরিঞ্জ ব্যবহার), অনিরাপদ যৌন সম্পর্ক এবং সচেতনতার অভাবকে এর মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে তরুণ (২০-৩০ বছর) এবং বিদেশফেরত শ্রমিকদের সংখ্যা উল্লেখযোগ্য। তবে চিকিৎসাসেবার ক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা। বিশেষায়িত এই হাসপাতালে এমআরআই, বায়োপসি, সিডি-৪ কাউন্টের মতো জরুরি পরীক্ষার সুবিধা নেই। জনবল সংকট ও ডায়ালাইসিস সুবিধা না থাকায় জটিল রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।
জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৯৫ শতাংশ রোগীকে শনাক্ত ও চিকিৎসার আওতায় আনার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি সেই লক্ষ্যের অনেকটাই বিপরীত। বিশেষজ্ঞদের মতে, ঘনবসতি, অসচেতনতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চিকিৎসার বাইরে থাকা এইডস নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।