ডেস্ক রিপোর্ট।।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, আমার শরীর ভালো আছে। ভালো হয়েছে যে দ্রুত শনাক্ত হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।
উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য সম্প্রতি ‘জিআর র্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করেছে গণস্বাস্থ্যের গবেষকরা। এই পদ্ধতিতে রক্তের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে করোনা শনাক্ত হবে বলে দাবি উদ্ভাবকদের। এটি এখনও অনুমতির অপেক্ষায় রয়েছে।