করোনায় কানাডায় মারা গেলেন দেবিদ্বারের সন্তান সমাজ বিজ্ঞানী প্রফেসর ড: রউফ

সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার।।
বিশ্ব বরেণ্য সমাজ বিজ্ঞানী কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা কাজী বাড়ির সন্তান প্রফেসর ড: কাজী আবদুর রউফ(৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। কানাডার টরেন্টোর একটি হাসপাতালে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টায় তিনি মারা যান। তার ছোট ভাই বিশিষ্ট লেখক জুলফিকার নিউটন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রফেসর ড: আবদুর রউফ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রে প্রিসটন বিশ্ববিদ্যালয়, নোবেল বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন।
তিনি জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিল সংস্থার পরিচালক হিসাবে বিশ্বের ১২০টি দেশ ভ্রমণ করেন। বিশ্বের দরিদ্র দেশ গুলোর জন্য নিজের প্রাপ্ত অর্থ থেকে প্রায় ২০ মিলিয়ন ডলার জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিলে দান করেছেন।