করোনা ভাইরাস সংক্রমণ রোধে মনপালে জনসচেতনতামূলক কার্যক্রম

করোনা ভাইরাস সংক্রমণ রোধে লাকসামের মনপাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জনসচেতনতামূলক বিভিন্ন রকম কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে উল্লেখ যোগ্য হলঃ  গত ২৭ মার্চ  মনপাল পূর্বপাড়া জামে মসজিদে জীবাণুনাশক জীবাণু মুক্ত করা। ওযুখানায় সাবান ও টিস্যুর ব্যবস্থা করা। মসজিদকে জীবাণুমুক্ত করার পর পাড়ায় জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে জীবাণু মুক্ত করা। পরবর্তী জীবাণুনাশক স্প্রে অভিযান পরিচালিত হয় গত ৩০ মার্চ ।এইদিন পাড়ায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর পাশাপাশি মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। এই অভিযানে অংশ গ্রহণ করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য আবু তাহের,মানিক,তাজুল ইসলাম,সাদ্দাম,আরিফ,জাহিদ,ইয়াছিন,শাহাদাৎ,সাদেক,রহিম,সোয়াব,মুরাদ,খুরশিদ,রাজিব,আরাফাত,সামাদ,জুয়েল,আরমান,ইব্রাহিমসহ আরো অনেকে।–প্রেস বিজ্ঞপ্তি।