কুবি প্রতিনিধি।
পেশাগত দায়িত্ব পালনকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।
বুধবার ( ৩১ মে) ইবিসাসের সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা জানান।
যৌথ বিবৃতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা করা একটি ন্যাক্কারজনক ঘটনা। এহেন কর্মকাণ্ড দেশে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের স্বার্থে এ ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৯শে মে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মাঝে মারামারির ঘটনা ঘটলে সেখানে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিক রুদ্র ইকবাল। সেখানে তিনি পেশাগত জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন করলে উপস্থিত কয়েকজন ছাত্রলীগ কর্মী তার দিকে তেড়ে আসে। পরে ব্রিতকর পরিস্থিতিতে তিনি সেখান থেকে বেরিয়ে আসলে প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হুমকি দিয়ে বিভিন্ন কটু কথা বলতে থাকেন।