কুমিল্লাকে নিরাপদ রাখতে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’(ভিডিও)

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লাকে নিরাপদ রাখার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশ সুপার ফারুক আহমেদ এর উদ্যোগে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রম শুরু হয়েছে। এসময় বিভিন্ন ইউনিয়নে পাহারার দায়িত্বপালনকারী সাধারণ জনগণের মাঝে ড্রেস, বাঁশি ও লাঠি বিতরণ করা হয়।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল পরিপূর্ণভাবে সম্ভব নয়। অপরাধ নিয়ন্ত্রণে জেলার ১৮টি থানায় বিভিন্ন কৌশলগত স্থান নির্ধারণ করা হয়েছে। সম্মিলিতভাবে কাজ করলে জেলার আইনশৃংখলা পরিস্থিতি উন্নত হবে। এর আগে রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর, আমড়াতলী, দুর্গাপুর উত্তরসহ বিভিন্ন গ্রাম পুলিশ-জনতার যৌথ কার্যক্রম ঘুরে দেখেন।