নিউজ ডেস্ক: কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লার যৌথ উদ্যোগে কবি কাজী নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখার দাতা সদস্য অধ্যাপক ডাঃ তৃপ্তিষ চন্দ্র ঘোষ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের সম্মানিত নাগরিক। আজ যারা নবীন, কাল তারাই প্রবীণ। প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাই প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।