তৌহিদ হোসেন সরকার।।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ডে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগ, চর্মরোগ, নারী ও শিশু রোগ, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা সহ নানা চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী ক্যাম্পে প্রায় দেড় হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর ও ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলাপার্স প্রা. লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অঞ্চল পরিচালক মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর নির্বাহী সদস্য মো. কলিমুল্লাহ, জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম, শ্রমিক নেতা মো. ইয়াসিন মিয়া, মাহাবুবুর রহমান, ১৭ নং ওয়ার্ড সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি নওমুসলিম গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত নেতা রাসেল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রানা, মোহাম্মদ ইউসুফ, ফখরুল ইসলাম, রাসেল, ফয়সাল, মো. মোস্তাক, ইবনুল হাসান আলো, মো. কাউছার আহমেদ, জাহাঙ্গীর হোসেন ও কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। সাধারণ মানুষের সমস্যা সমাধানে আমরা সবসময় একনিষ্ঠভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “শুধু চিকিৎসা নয়, স্থানীয় ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তবে এ এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। শিক্ষার ঘাটতির কারণেই এ অঞ্চল পিছিয়ে আছে, যা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”