পর্যাপ্ত চিকিৎসক না থাকা, অবৈধ চেম্বার স্থাপন ও নানা অনিয়মের অভিযোগে কুমিল্লা নগরীর কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর কুমিল্লা মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ লিফট ও অবৈধ চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে ও অবৈধ অক্সিজেন প্ল্যান্ট ৩০ দিনের মধ্যে পুনঃপ্রতিস্থাপনের পরিকল্পনা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত জমা দিতে হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুরুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাহাত।