ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি। রবিবার ১০ মার্চ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী ‘বার্ড’ এর ময়নামতি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে দাবিগুলো তুলে ধরা হয়।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ সম্মেলনে যে দাবিগুলো উপস্থাপন করা হয় তা হলো-ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এর আওতায় ১০০০ মিটার দূরত্ব সংশোধন করে ৪০০ মিটার করা, ইট ভাটায় মাটি সংগ্রহ আইনের জটিলতা নিরসন, জ্বালানী কয়লার মূল্য কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা, ইট ভাটা পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষণা।
ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা বলেন, দাবিগুলোর বাস্তবায়ন না হলে ইট উৎপাদন বন্ধ রাখবেন। তারা বলেন, ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতি হিসেবে উল্লেখ থাকলেও উপ-ধারায় ‘দূরত্ব নির্দিষ্টকরণে, দেশের অধিকাংশ জিগজাগ ইটভাটা অবৈধ হয়ে পড়ে। এতে মালিকরা ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। আইনের এ ধারার আওতায় বাংলাদেশের কোথাও ইটভাটা স্থাপনের স্থান পাওয়া যাচ্ছে না। এ ধারার সংশোধনের দাবি জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান। বাংলাদেশে ইট প্রস্তুতকারক মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি এমরানুর রহমান ভুইয়া এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহা-সচিব মোনায়েম খান রাজা, সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ফারুক আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।