কুমিল্লায় রাতের আঁধারে কৃষকের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মারুফ আহমেদ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে রাতের আঁধারে এক কৃষকের অর্ধশতাধিক ফলজ বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাদী হয়ে বুড়িচং থানা একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের নুরুল হকের ছেলে মোহাম্মদ মাইন উদ্দিন বাড়ির পাশে বিভিন্ন প্রজাতির পেঁপে, আকাশমনি, সুপারি গাছ লাগায়।

গত পাঁচ এপ্রিল রাতে দুর্বৃত্তরা ১২ টি পেপে গাছ, ১৬ টি আকাশমনি ও পাঁচটি সুপারি গাছ কেটে ফেলে। এর আগেও ৮ থেকে ১০ টি আকাশমনি গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মাইন উদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন বুড়িচং থানা একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে তিনি আইনানুপ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।