‘কুমিল্লার কৃষকরা ব্যতিক্রম’-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেছেন, ‘কৃষকরা জাতির সূর্যসন্তান। কৃষকরা নানান ফসল ফলান বলে আমাদের মুখে অন্ন জোটে। এর মধ্যে কুমিল্লার কৃষকরা ব্যতিক্রম। ধান চাষ, মাছ চাষ, গবাদি পশু পালন, ফল উৎপাদন-সবদিক দিয়ে তারা অনেক এগিয়ে।’ বুধবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ( বিএডিসি) কুমিল্লা অঞ্চলের কৃষকদের মাঝে আউশ ধানের সেচ স্কিমের কৃষকদের মাঝে সেচ প্রণোদনার চেক বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লায় এবার অনলাইনে কোরবানির গরু বিক্রি হচ্ছে। ইতোমধ্যে জেলার ২৫হাজার গরু বিক্রেতা অনলাইনে আবেদন করেছেন। এটা স্বাস্থ্যসম্মত এবং ব্যয় কমবে। চামড়া শিল্পে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। গতবছর সিন্ডিকেটের কারণে মানুষ চামড়ার দাম পায়নি। এবার আপনারা চামড়ার লবণ কিনে রাখবেন। তাতে চামড়া পচবে না। এ লবণের দাম অনেক কম। কিছুদিন পর চামড়া বিক্রি করলে আপনারা ভালো দাম পাবেন। কুমিল্লার কৃষি উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। আপনারা কোনো জমি পতিত রাখবেন না। প্রয়োজনে আমরা প্রণোদনার ব্যবস্থা করব।
বিএডিসি কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (নির্মাণ) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি কুমিল্লার যুগ্ম পরিচালক (বীপ্রকে) আনন্দ চন্দ্র দাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) ফয়সল আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক সুরনজিত চন্দ্র দত্ত।