নিউজ ডেস্ক।।
করোনা মোকাবিলায় নিজেকে সফল দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার সময় এ কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনি পরীক্ষায় কত নম্বর পেলেন, এটার ওপর নির্ভর করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে। নম্বরটা কী? আমাদের দেশে করোনায় মৃত্যুর হার মাত্র দেড় শতাংশ। এটা হলো সবচেয়ে বড় নম্বর। যেখানে আমেরিকাতেও মৃত্যুর হার ছয় শতাংশ, ইউরোপে ১০ শতাংশ, সারাবিশ্বের গড় ছয় শতাংশ। আমরা কাজ ভালো করেছি কি না, তার বড় মানদণ্ড এটাই।’
তিনি আরো বলেন, ‘আমাদের হাসপাতাগুলোর অর্ধেকই খালি পড়ে আছে। তার মানে রোগীর সংখ্যা কমে যাচ্ছে, আমাদের সকলেই চাই রোগীর সংখ্যা কমে যাক। অর্থাৎ ক্রিটিক্যাল রোগী আর নেই।’ মন্ত্রী বলেন, ‘আপনারা প্রশ্ন করতে পারেন হাসপাতালগুলোতে রোগী কেন নেই, কারণ স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেক ভালো হয়েছে, ঘরে থেকে রোগীরা চিকিৎসা নিতে পারছে। টেলিমেডিসিন সেবা দেয়ার কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে গেছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি নিয়োগের ব্যাপারে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।