স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মহাসড়কে হাইওয়ে পুলিশ চেক পোস্ট বসিয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে নিয়মিত বিশেষ চেক পোস্ট চালিয়ে যাচ্ছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী কোটবাড়ি বিশ্বরোড, আলেখারচর মোড় এবং ক্যান্টনমেন্ট এলাকায় ওসি সাফায়েত হোসেনের নেতৃত্বে ঢাকামুখী সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশের সদস্যরা। এসময় প্রাইভেট কারসহ অনেক যাত্রীবাহী যানবাহনকে ফিরিয়ে দিতে দেখা যায়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন বলেন, করোনা সংক্রমণ রোধে কুমিল্লা রিজিওন হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম স্যারের নির্দেশে ঢাকামুখী সড়কে আমরা নিয়মিত যানবাহনে তল্লাশি চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা মানতে গাফিলতি করছে মানুষ। অনেক সময় অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকায় যেতে চাচ্ছে কিছু যাত্রী। তাই কঠোর ভাবে রোগীদের কাগজপত্র যাচাই-বাছাই করে গাড়ি ছাড়া হচ্ছে। এছাড়া প্রাইভেটকার কিংবা পণ্যবাহী পরিবহনে করে যেন কোন সাধারণ যাত্রী যেতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে মহাসড়কে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।