রাতের আঁধারে দুই’শ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিল জাগ্রত সিক্সটিন

স্টাফ রিপোর্টার।।
মুরাদনগরের ধামঘর ইউনিয়নে রাতের আঁধারে ২শ’ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিল জাগ্রত সিক্সটিন নামের তরুণদের সামাজিক সংগঠন। করোনার ভয়াবহ পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো যখন অনাহারে দিনাতিপাত করছে তখন এদের পাশে দাঁড়ানোর প্রয়াসে এলাকার কয়েকজন তরুণ-যুবক মিলে গড়ে তোলে সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন। মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ১৩ টি গ্রামে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার রাতে পরমতলা, মুগসাইর এবং ভুবনঘর গ্রামে ২শ পরিবারকে খাদ্য সহায়তা করেন তারা। প্রতিটি পরিবারকে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পিয়াজ, ১লিটার তেল প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক রাশেদ আলম, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, হালিম শেখ, সদস্য মেহেদী হাসান, নুর জামান সাদ্দাম, আরিফ, সজিব সরকার, ইব্রাহিম, শিহাব, সোহেল, সিয়ামসহ আরো অনেকে।
উল্লেখ্য- জাগ্রত সিক্সটিন টিম ইতিমধ্যে ৩টি গ্রামে আরো ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এ ব্যাপারে সংগঠনের আহ্বায়ক রাশেদ আলম জানান, এই দুর্যোগে দেশের প্রতিটি অঞ্চলে বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। আমারাও নিজেদের অবস্থান থেকে বিত্তবানদের সহায়তায় সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি।