কুমিল্লার মেঘনায় বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিকে মারধর ও ছিনতাই, অভিযুক্ত পলাতক

মেঘনা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলায় মো. সজল মিয়া (৫৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিকে নির্মমভাবে মারধর করার ঘটনা ঘটেছে। মারধরের পর  সাথে থাকা অর্থ লুটপাট ও মৃত ভেবে  কবরস্থানের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে শিপন নামে এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিপন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ১০ নম্বর যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের দীপকের ছেলে। তিনি মেঘনা উপজেলার চন্দনপুর বাজারে অবস্থিত কার্তিক সেলুনে কাজ করতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় চিরকুমার মোস্তফা পীরের উরশ উপলক্ষে বাউল পালা গানের আয়োজন করা হয়। বাউল গানের আসর শেষে বাড়ি ফেরার পথে জয়পুর ইউনিয়নের উজানচর নয়গাঁও এলাকার শামসুদ্দিন (সামা) কবরস্থানের পাশের সড়কে মো. সজল মিয়াকে একা পেয়ে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে সজল মিয়াকে মৃত ভেবে কবরস্থানের পাশেই ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্ত ব্যক্তি। পরে ভোরে হাঁটতে বের হওয়া স্থানীয় কয়েকজন কবরস্থানের পাশে অচেতন অবস্থায় সজল মিয়াকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তাকে বাড়িতে নিয়ে যান। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন থাকায় পরে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।