স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি করপোরেশনে ৪১ জনসহ কুমিল্লায় আজ নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯৩জনের। এছাড়া আদর্শ সদরে ৮জন, দেবিদ্বারে ১৩জন, সদর দক্ষিণে ৩জন, চৌদ্দগ্রামে ১জন, লালমাইয়ে ৬জন, মুরাদনগরে ২জন, নাঙ্গলকোটে ১৭জন, দাউদকান্দিতে ১জন ও লাকসামে একজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২হাজার ৪৭১ জনের। জেলায় ১৫হাজার ৪৩৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৪ হাজার ১৯৪টির ফলাফলে এ সংক্রমণ নিশ্চিত হয়েছে।
কুমিল্লা সিভিল সাজৃন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টার ফলাফলে চৌদ্দগ্রাম,দেবিদ্বার, নাঙ্গলকোট, দাউদকান্দি ও মুরাদনগরে ১জন করে মোট ৫জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাঙ্গলকোটের এক মৃত ব্যক্তির ফল পজিটিভ আসে। বাকিরা চিকিৎসাধীন ছিলেন। চৌদ্দগ্রাম ও দাউদকান্দির দুইজন মারা যান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ নতুন করে কেউ সুস্থ হযনি। জেলায় মোট সুস্থ হয়েছে ৬৯৭জন।