কুমিল্লায় নতুন ৫৭ জনের করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৩

মাসুদ আলম।।
করোনা ভাইরাসে বৃহস্পতিবার কুমিল্লায় রেকর্ড পরিমাণ আক্রান্ত হয়েছে। একজন চিকিৎসক,তিনজন স্বাস্থ্যকর্মী এবং কুমিল্লা নগরীর চারজনসহ জেলায় এ দিন নতুন আক্রান্ত হয়েছে ৫৭জন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৯ জনে। করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে লাকসাম স্বাস্থ্য কমপ্øেক্স্রের একজন চিকিৎসকসহ দুইজন,চান্দিনায় নয়জন, মুরাদনগরে নয়জন, নাঙ্গলকোটে আটজন,কুমিল্লা সদর হাসপাতালের ওটি বয়সহ কুমিল্লা নগরীতে চারজন, বরুড়ায় একজন,আদর্শ সদর উপজেলায় ১০জন, লালমাই একজন,দেবিদ্বারে ১২ জন এবং তিতাসে একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ছয় হাজার ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে পাঁচ হাজার ৬৬৫ জনের। বৃহস্পতিবার তিনজনসহ মোট মারা গেছেন ১৭ জন। এ দিন ২১জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।