কুমিল্লায় পরীক্ষা বন্ধ,ঢাকার ফলাফলে আক্রান্ত ১৯জন

স্টাফ রিপোর্টার।।
কিট সংকটে কুমিল্লার ল্যাবে তিনদিন ধরে পরীক্ষা বন্ধ। কুমিল্লায় অপেক্ষায় আছে সহস্রাধিক মানুষের নমুনা। ঢাকায় পাঠানো নমুনার কিছু ফলাফল পাওয়া যাচ্ছে। নতুন করে রোববার জেলায় ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার এক হাজার ৪৩০ জন।
কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হোমনায় চারজন, ব্রাহ্মণপাড়ায় তিনজন, দেবিদ্বারে চারজন, চান্দিনায় তিনজন, মনোহরগঞ্জে দুইজন,দাউদকান্দি,তিতাস ও বরুড়া উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, রোববার পর্যন্ত কুমিল্লা থেকে মোট ১১ হাজার ৯১০ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১০হাজার ৩২৮ জনের। এ দিন দেবিদ্বারে সাতজন, আদর্শ সদরে চারজন,সদর দক্ষিণে তিনজন এবং দাউদকান্দিতে একজনসহ ১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২১৭জন । এ দিন মনোহরগঞ্জে একজন মারা যায়। জেলায় করোনায় মোট মারা যান ৪১ জন।