কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বর্ধিত দামে ডিম বিক্রয় করা সহ নানা অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়। শুক্রবার (১৯ আগস্ট) অধিদপ্তরের কর্মকর্তারা কুমিল্লার বাদুরতলা ও রানীর বাজার এলাকার ডিম, মুরগী এবং সবজির দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেন।
এ সময় বর্তমানে ডিমের কমে যাওয়া (৪২ থেকে ৪৫ টাকা হালি) মূল্য না মেনে পূর্বের বর্ধিত দামে (৫১ টাকা হালি দরে) ডিম বিক্রয় করায় বাদুরতলা এলাকার আমানা সুপারসপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অযৌক্তিক দামে আলু বিক্রয় করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং মুমিনের সবজির দোকানকে ৫শ টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয় ।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।