আবু সুফিয়ান রাসেল।।
স্বাস্থ্যবিধি না মানায় সাত ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার কুমিল্লার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চালক, হেলপার, যাত্রীসহ মোট সাতজনকে অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
সূত্র জানায়, গত পহেলা জুন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসে স্বাস্থবিধি না মানার তথ্য চেয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করেন। উক্ত পোস্টে শতাধিক কমেন্টে ও ইনবক্সে প্রায় দুই ডজন অভিযোগ পাওয়া যায়। নাগরিকদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে টিম প্রধান আবু সাঈদ সাহেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর চকবাজার, জাঙ্গালিয়া, শাসনগাছা বাসস্ট্যান্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থবিধি মেনে চলার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। বাসে অতিরিক্ত যাত্রী তোলা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরার কারণে বাসচালক,হেলপার ,বাসযাত্রী ও মোটর সাইকেল চালকসহ সাতজনকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, সামাজিক মাধ্যমে সাধারণ নাগরিকরা অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। কুমিল্লার তিনটি বাস টার্মিনালসহ মোট দশটি স্থানে এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও ঢাকাগামী তিশা বাসে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ে তথ্য দিয়েছে। আমরা সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করেছি। এ অভিযান চলমান থাকবে।