করোনায় বাখরাবাদের ব্যবস্থাপকের মৃত্যু

মাসুদ আলম।।
কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক, বিএনপি নেতা এ কে এম মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর রহমান কুমিল্লার ফোরটিস হাসপাতালে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। কুমিল্লা জেলা প্রশাসন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাত ১০ টায় তাকে দাফন করেন সেবা সংগঠন বিবেকের সদস্যরা। মিজানুর রহমান কুমিল্লা সিটি কর্পোরেশনের বজ্রপুর জানুমিয়া মসজিদ রোডের বাসিন্দা এবং গলিয়ারা (উঃ) ইউনিয়নের সূর্যনগরের প্রকৌশলী আব্দুল গনির ছেলে। তিনি ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক প্রচার সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন।
সূত্র জানায়, এ কে এম মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আইসিইউ’র ব্যবস্থা না থাকায় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ফোরটিস হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু আইসিইউতে নেওয়ার আগেই মিজানুর রহমান মারা যান বলে জানান ফোরটিসের সুপারেন্ডেন্ট ডা. রাসেল আহমেদ চৌধুরী।