কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ এর ফ্রি-মেডিকেল ক্যাম্প

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা ।।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ এর টিম ১০১ এর আয়োজনে ফ্রি-মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে অসহায়, দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শনিবার সকাল থেকে দিন ব্যাপী দেবিদ্বারের বাগুর বাজারে কাউছার মার্কেটে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম হয়। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার এর উদ্যোগে ওই কার্যক্রম হয়। এসময় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে এক হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবা প্রদান করেন ডা. নিগার সুলতানা, ডা. হিয়া রায়, ডা. মো. সাকিল, ডা. মো. ফাইয়াজ মজুমদার, ডা. মো. ফয়সাল আহমেদ সানি, ডা. ফারিহা নওশীন, ডা. মিটুন বিশ্বাস।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- টিম ১০১ এর প্রধান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ও চান্দিনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মো. মামুনুর রশিদ সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক যাদব রায়, কামরুজ্জামান জেমস, শামীম, খলিল, কাউছার, অনিক, সৈকত, ওয়ালিদ, নূরুল্লাহ্ শাখাওয়াত, আবাসা আহমেদ, জুলহাস প্রমুখ।