কুমিল্লা প্রাইভেটকারে গাঁজা পরিবহন, ডিবির হাতে আটক ২

কুমিল্লায় প্রাইভেটকারে করে গাঁজা পরিবহনের সময় ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে কোতয়ালী থানাধীন কাপ্তান বাজার হইতে চাঁনপুর ব্রীজগামী পাকা রাস্তার উপরে কালো রংয়ের টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে গাড়ীর পেছনের ডালার মধ্যে এই গাঁজা পাওয়া যায়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসময় গাড়ির চালক নারায়ণগঞ্জের সিমরাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নূর নবী(২৭) এবং ড্রাইভারের পাশে বসা ব্রাক্ষ্মনপাড়া উপজেলার দক্ষিন তেতাভূঁমি গ্রামেন ধনু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫) গ্রেফতার করে উদ্ধারকৃত গাঁজা এবং গাঁজা বহনকারী গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায়, তারা উভয়েই সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকে।

এঘটনায় গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর তুষ্ট লাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত ০২(দুই) জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।