মাসুদ আলম।।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে পাশের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ এর পরিমাণ। বোর্ডের এবারের ফলাফলে পাশের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরা।
এ বছর ১ লাখ ৫৯ হাজার ০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে এক হাজার ৪৮১ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান রবিবার ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, বোর্ডের এবারের ফলাফলে পাশের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের পাশের হার ৮৬ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।