প্রথম বছরেই শতভাগ পাশ কুমিল্লা কালেক্টরেট স্কুল

মাহফুজ নান্টু:
কুমিল্লা কালেক্টরেট এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই পাশ করেছে।
কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ থেকে চলতি বছর ১৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। জিপিএ -৫ পেয়েছেন ৭১ জন। ২০১৫ সালের ১ জানুয়ারি নগরীর রাজবাড়ী কম্পাউন্ডে স্কুলটি প্রতিষ্ঠা করেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল।
স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নারগিস আক্তার জানান, ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা ছিলো। কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর মহোদয়ের প্রতি।
জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর জানান, অভিভাবকরা আমাদেরকে বিশ্বাস করেছেন। তাদের সন্তানকে এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ সে বিশ্বাস রাখতে পেরেছে। ভবিষ্যতেও ফলাফলের এমন ধারাবাহিকতা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। এই সময়ে প্রতিষ্ঠানটি সৃষ্টির নেপথ্যে থাকা সাবেক জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসানুজ্জামান কল্লোলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।