“কুমিল্লা” স্বপ্নের মেগাসিটি বিষয়ক সেমিনার

কামরুল হাসান।।
স্বপ্নের মেগাসিটি কুমিল্লা, এ এইচ কে স্যাটেলাইট সিটি কোটবাড়ি বিষয়ক সেমিনারের প্রাক প্রস্তুতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় কুমিল্লা জেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন।
কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় মূল ধারনাপত্র উপস্থাপন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। মূল আলোচক ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: নজরুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আবু সায়েম ভুঁইয়া।

ধারনাপত্র উপস্থাপনে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা হলো প্রাচীন জেলা। কিন্তু কুমিল্লা সে অনুপাতে আগায়নি। স্বাধীনতা পরবর্তী কুমিল্লার দৃশ্যমান কোন পরিবর্তন ঘটেনি। যার বড় উদাহরণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ১৯৬২ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও স্বাধীনতা পূর্ববর্তী অপরাজনীতির কারনে হয়নি৷
২০০৬ সালে আমি সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। অত্যন্ত পরিতাপের বিষয় গত ১৬ বছর বিশ্ববিদ্যালয় টা লুটপাটের অভয়ারণ্য করেছে তৎকালীন সরকারের লোকজন। কোটবাড়ি এলাকায় আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করেছি কোটবাড়িকে একটা স্যাটেলাইট সিটি হিসেবে করতে।
কিন্তু কোটবাড়ি গিয়ে আমি হতাশ হয়েছি। বড় বড় বিল্ডিং হয়ছে, নাই ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাটের কোন উন্নতি নাই। বর্জ্য ব্যবস্থাপনার দেখলাম নাজুক অবস্থা। কোটবাড়িকে নতুন করে সাজাতে আমি নামকরণ করলাম এ এইচ কে স্যাটেলাইট সিটি।
মহানগরকে অকার্যকর করে রেখেছে বিগত বছরগুলোতে। সেজন্য কোটবাড়িকে শিক্ষা আবাসনের জন্য স্যাটেলাইট সিটি করার জন্য নেমেছি।

তিনি আরো বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা বাড়াতে হবে, ময়নামতি উপজেলা করতে হবে, প্রয়োজনবোধে গোমতিকে ঢেলে সাজিয়ে গোমতীর অপরপ্রান্তে সিটি কর্পোরেশনের আয়তন বাড়াতে হবে।

তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক। এ সড়কের কুমিল্লা অংশে প্রচুর জনবসতি। কিন্তু এ সড়ক নিয়ে কোন পদক্ষেপ নেই। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে সময় নষ্ট হয়। এ মহাসড়ক দেশের ইকোনোমিক লাইফলাইন। অতি গুরুত্বসহকারে এ সড়কে নজর দিতে হবে। কুমিল্লা বিমানবন্দর অগ্রাধিকার ভিত্তিতে দরকার। এখানে বিমানবন্দর বন্ধ অনেক বছর ধরে। বিমানবন্দর চালু করতে হবে দ্রুত।

ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশ দিয়ে রেললাইন হলে সময় বাঁচবে ৩/৪ ঘন্টা। ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন হলে কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়বে, রেল যোগাযোগ হলে মহাসড়কে চাপ কমবে, যানজট কমবে।

মনিরুল হক চৌধুরি আক্ষেপ করে বলেন, ইপিজেড বর্জ্য শোধনাগার নিয়ে একটা সিন্ডিকেট হয়ে গেছে। বর্জ সঠিকভাবে শোধন হচ্ছে না। শহরের ড্রেনেজের সাথে ইপিজেডের বর্জ্য মিশে খালবিলে চলে যায়। এতে করে প্রাকৃতিক জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এ সিন্ডিকেট ভেঙ্গে সঠিকভাবে বর্জ্য শোধনাগার করতে হবে।

কুমিল্লার অভিশাপ সিটি কর্পোরেশনে যানজট। সঠিক পদক্ষেপ নিয়ে সিটি সার্ভিস চালু করে, অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করলে যানজট কমবে আশা করি।
গোমতি নিয়ে পদক্ষেপ নিতে হবে। স্থলবন্দরটি সচল করলে গোমতি দিয়ে অল্প খরচে আমদানি রপ্তানি সম্ভব।

সেমিনারের মূল আলোচক ও মডারেটর ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: নজরুল ইসলাম বলেন, কুমিল্লা ত্রিপুরা অঞ্চলের রাজধানী ছিলো। দেশের সবচেয়ে প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে একটি।। পরবর্তীতে সিটি কর্পোরেশন হয়েছে। কিন্তু সে অনুযায়ী কুমিল্লার তেমন উন্নয়ন হয়নি। কুমিল্লা কে নিয়ে মেগাসিটির পরিকল্পনা করতে হবে। গ্লোবালি যেনো কুমিল্লা একটা অন্যরকম সিটি হিসেবে পরিচিতি পায়।

তিনি কুমিল্লার উন্নয়নে কয়েকটি প্রস্তাবনা পেশ করেন। লালমাই পাহাড়কে ইকো টুরিজম পার্ক করার প্রস্তাব করেন। এতে পর্যটন শিল্প বিকাশ হবে, স্থানীয় অর্থনীতি বেগবান হবে।

পেরুল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ’র সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম, পরিষদের যুগ্ম সদস্য সচিব সাংবাদিক আবু মুছা, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য এডভোকেট নাজমুস সাদাত প্রমুখ।

সমাপনী বক্তব্যে কুমিল্লা মঞ্চের সভাপতি এডভোকেট গোলাম ফারুক আগামী ১৮ জানুয়ারি কুমিল্লা বার্ডে বৃহৎ পরিসরে সেমিনারের ঘোষণা দেন।