স্টাফ রিপোর্টার ।।
গত চব্বিশ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৯জন। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। বর্তমানে কুমিল্লার এ বিশেষায়িত হাসপাতালে রোগী ভর্তি আছেন ১০৬জন। চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। হাসপাতালের সহকারী পরিচালক সাজেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আইসোলেশন ওয়ার্ডে নতুন ১৬জনসহ ভর্তি ছিলেন ৪৪জন রোগী। তাদের মধ্যে মারা যান তিনজন, ছুটি নেন চারজন। এ ওয়ার্ডে মারা যাওয়া রোগীদের দুইজন পুরুষ ও একজন নারী। কোভিড-১৯ ওয়ার্ডে নতুন নয়জনসহ ভর্তি ছিলেন ৫৪জন। সেখানে মারা গেছেন একজন, বাড়ি ফিরেছেন চারজন। মৃত ব্যক্তি নারী। অপরদিকে, আইসিইউ ওয়ার্ডে নতুন ছয়জনসহ ভর্তি ছিলেন ১৮জন। একজন নারী ও একজন পুরুষসহ মারা গেছেন দুইজন। হাসপাতালে ভর্তি ১০৬জন রোগীর মধ্যে নিশ্চিত করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন ৪০জন। তাদের মধ্যে ২৮জন পুরুষ ও ১২জন নারী। বাকি ৬৬জন ভর্তি হয়েছেন করোনা উপসর্গ নিয়ে।
আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের আব্দুল খালেক (৬৫), মনোহরগঞ্জের আমেনা বেগম (৭৭) ও চাঁদপুরের শাহরাস্তির আব্দুল লতিফ (৮০); কোভিড-১৯ ওয়ার্ডে মারা যান শাহরাস্তির হোসনেয়ারা বেগম (৬০) এবং আইসিইউ ওয়ার্ডে মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মহিউদ্দিন (৫৫) ও কুমিল্লার সন্দেশপাড়ার রায়তের নেসা (৬৫)।