খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী আবুল কালাম 

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল  কালাম।

 

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বেগম জিয়ার কবর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি।

 

এদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ও বেগম জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে মোনাজাতের মাধ্যমে বেগম জিয়ার পরকালের জীবনের শান্তি ও জান্নাতের ফরিয়াদ করে বিশেষ দোয়া করা হয়।

 

এসময় বিএনপির প্রার্থী আবুল কালামের সঙ্গে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।