চান্দিনা এখন ‘রেড জোন’, কঠোর অবস্থানে প্রশাসন

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা ।।
কুমিল্লার চান্দিনায় উপজেলা সদরের মধ্যেই ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এছাড়া উপজেলা সদরের ‘ধানসিঁড়ি আ/এ এবং মহারং এলাকা কে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বেশির ভাগই উপজেলা সদরের বাসিন্দা হওয়ায় রবিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চান্দিনা উপজেলা সদরের সকল দোকান-পাট বন্ধসহ যান চলাচলও বন্ধ করা হয়। তবে শুধুমাত্র ওষুধ দোকান ও জরুরী সেবা ওই আদেশের বাহিরে থাকবে বলে জানাযায়।
এছাড়া আঞ্চলিক সড়কগুলোতেও যান চলাচল সীমিত করা হয়েছে। পার্শ্ববর্তী দেবিদ্বার ও বরুড়া উপজেলার সাথে সকল প্রকার যোগাযোগও বন্ধ রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়- শনিবার উপজেলা প্রশাসনের এক কর্মচারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় এবং উপজেলা সদরের মহারং এলাকায় করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আরও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে- শনিবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে উপজেলা সদরের সকল সংযোগ সড়ক বন্ধ করা হয়েছে। বাকি ২টি সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া রবিবার সকাল থেকে পুলিশ-সেনাবাহিনীকে সাথে নিয়ে বাজার এলাকায় প্রবেশ করে মাইকিং করে সকল দোকান-পাট এবং সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এছাড়া সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
হোম কোয়ারেন্টিনে থাকা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান- কুমিল্লার চান্দিনায় ৯জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত এবং একজনের মৃত্যু ঘটে। এছাড়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু ঘটে কলেজ ছাত্রীসহ ২জনের। যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি উপজেলা সদরে। এর মধ্যে ২টি স্থানে ৬জন আক্রান্ত হওয়ায় ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চান্দিনা উপজেলা সদরের সকল দোকান-পাট বন্ধসহ যান চলাচলও বন্ধ থাকবে। তবে শুধুমাত্র ওষুধ দোকান ও জরুরী সেবা ওই আদেশের বাইরে থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে।

(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে। যে নিউজটি কপি করছেন সেটার স্ক্রিনশটও রাখা হচ্ছে। কপি করা বন্ধ না করলে আপনার নিউজ পোর্টালের নাম এবং স্ক্রিনশটসহ প্রকাশ করা হবে)