চান্দিনায় করোনায় ব্যবসায়ী ও উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা।
কুমিল্লার চান্দিনায় করোনায় আক্রান্ত হয়ে কিংকর সাহা (৫২) ও উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার থানা রোডের ভাড়া বাসায় মৃত্যু হয় সাংবাদিক গোলাম মোস্তফার। এর আগে বুধবার রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ব্যবসায়ী কিংকর সাহার। বৃহস্পতিবার সকালে মৃত কিংকর সাহার মরদেহ সৎকার ও বিকেলে গোলাম মোস্তফার দাফন করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বাধীন একটি স্বেচ্ছাসেবী টিম।
সাংবাদিক গোলাম মোস্তফা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ছিলেন। ব্যবসায়ী কিংকর সাহা চান্দিনা সাহাপাড়া এলাকার বাসিন্দা।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক গাজী মাহমুদুল হাসান জানান- সাংবাদিক গোলাম মোস্তফার মধ্যে করোনার সকল উপসর্গ ছিল। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া কিংকর সাহা ঢাকায় চিকিৎসা নেওয়ায় সেই হিসাবটি আমাদের কাছে নেই।