নিম্নমানের সুরক্ষা সামগ্রী বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নিম্নমানের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যেমে অভিযান পরিচালনা করে ৫টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলেখারচর মেডিসিন কমপ্লেক্সে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

গুণগত মানসম্পন্ন নয় এমন মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বিক্রির অভিযোগে মুন সার্জিক্যালকে ও হাসান মেডিকেলকে ৫ হাজার টাকা করে এবং আরও ৩টি দোকানকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মার্কেটের ক্রেতা-বিক্রেতাসহ সকলকে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।